দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১৩ জন

| আপডেট :  ১১ আগস্ট ২০২১, ০৫:৩৫  | প্রকাশিত :  ১১ আগস্ট ২০২১, ০৫:৩৫

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। শনাক্তদের মধ্যে ১৮৮ জন ঢাকার। অন্যরা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ হাজার ১৯২ জনে। চলতি মাসের ১১ দিনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৫৩৪ জনে। (মঙ্গলবার সকাল ৮টা বুধবার সকাল ৮টা পর্যন্ত)

এর আগে, জুলাই মাসে দুই হাজার ২৮৬ জন, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮৪১ জন এবং ঢাকার বাইরে ৬৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

এদিকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের জীবাণুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশন মশকনিধন কর্মসূচিসহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান অব্যাহত রেখেছে। যেসব ভবনে এডিস মশার লার্ভা ও মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যাচ্ছে, সেসব ভবন মালিককে বিভিন্ন অঙ্কের আর্থিক জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত