বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলেক্ষ্যে গোপালগঞ্জ সামাজিক বনায়ন কর্মসূচী পালন

| আপডেট :  ১১ আগস্ট ২০২১, ০৭:৫৫  | প্রকাশিত :  ১১ আগস্ট ২০২১, ০৭:৫৫

বাদল সাহা, গোপালগঞ্জ থেকে: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলেক্ষ্যে গোপালগঞ্জ সামাজিক বনায়ন কর্মসূচী পালন করেছে জেলা পুলিশ। আজ বুধবার (১১ আগস্ট) সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বনায়ন কর্মসূচীর উদ্বোধন করেন পুলিশ প্রধান ও পুনাকের প্রধান উপদেষ্ঠা ড. বেনজির আহমেদ। পরে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা তার কায্যালয় চত্ত্বরে ১০টি বৃক্ষ রোপন করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খায়রুল আলমসহ জেলার ৫টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত