এবার হেলেনা-পিয়াসাদের আরও ছয় মামলা সিআইডিতে

| আপডেট :  ১১ আগস্ট ২০২১, ১১:২৩  | প্রকাশিত :  ১১ আগস্ট ২০২১, ১১:২২

হেলেনা জাহাঙ্গীর, নজরুল ইসলাম রাজ, ফারিয়া মাহবুব পিয়াসাসহ ৯ জনের বিরুদ্ধে দায়ের হওয়া আরও ৬টি মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগা (সিআইডি)। এ নিয়ে সিআইডি এ সংক্রান্ত ১৪টি মামলা তদন্ত করার দায়িত্ব পেল।

আজ বুধবার (১১ আগস্ট) সন্ধ্যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান গণমাধ্যমকে ​এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) ও ডিএমপির বিভিন্ন থানা থেকে আজ রাতে ছয়টি মামলার তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করা হয়। এর আগে পাওয়া আটটি মামলা সিআইডি এখন তদন্ত করছে।

সিআইডির সূত্র জানিয়েছে, হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে, মাসুদুল হাসান ওরফে জিসান ও ফারিয়া মাহবুব পিয়াসার নামে হওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, নজরুল ইসলাম রাজ ও সবুজ আলীর বিরুদ্ধে করা বনানী থানার পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে, জিসানের বিরুদ্ধে ভাটারা থানায় করা বিশেষ ক্ষমতা আইনে, মিশু হাসানের বিরুদ্ধে করা ভাটারা থানায় অস্ত্র আইনে এবং জিসান ও মিশুর বিরুদ্ধে ভাটারা থানায় করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার তদন্তভার দেওয়া হয়েছে সিআইডিকে।

গত ৩ আগস্ট রাতে রাজধানীর বারিধারা ও মোহাম্মদপুরে অভিযান চালিয়ে মডেল পিয়াসা ও তার সহযোগী মৌ আক্তারকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাদের প্রধান সমন্বয়ক মিশু ও তার সহযোগী জিসানকে অস্ত্র, ইয়াবাসহ গ্রেপ্তার করে এলিট ফোর্স র‌্যাব। তাদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মোট চারটি মামলা করে। পরদিন রাজধানীর বনানীতে অভিযান চালিয়ে চলচ্চিত্র নায়িকা পরীমনি ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে মদ, ভয়ংকর মাদক এলএসডি ও আইস উদ্ধার করা হয়। এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করে।

সম্প্রতি এই ৬ জনের সবাই র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার হয়েছেন। তাদের কেউ রিমান্ডে আর কেউ কারাগারে আছেন।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত