ভারত থেকে এসেছে আরও ১৮৬ মেট্রিক টন অক্সিজেন

| আপডেট :  ১১ আগস্ট ২০২১, ১১:৩৭  | প্রকাশিত :  ১১ আগস্ট ২০২১, ১১:৩৬

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে সপ্তম চালানে ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেনে এসেছে আরও ১৮৬ মেট্রিক টন ২৯০ কেজি তরল মেডিক্যাল অক্সিজেন। আজ বুধবার (১১ আগস্ট) রাতে অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি বেনাপোলে পৌঁছায় বলে জানান সহকারী স্টেশন মাস্টার পারভিনা খাতুন।

তিনি বলেন, জুলাই মাসে তিন চালানে অক্সিজেন এক্সপ্রেসের মাধ্যমে ৬০০ টন ও চলতি আগস্ট মাসের চার চালানে ৮০২ টন ২৯০ কেজি মেডিক্যাল অক্সিজেন দেশে এসেছে। এক হাজার ৪০২ টন ২৯০ কেজি তরল মেডিক্যাল অক্সিজেন দেশে আসায় প্রায় সাড়ে ১৪ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। অক্সিজেনবাহী ট্রেনটি ভারতের টাটানগর থেকে সকালে ছেড়ে এসে রাত ৮টার দিকে পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বেনাপোল স্থলবন্দরে পৌঁছে। পারভিনা খাতুন বলেন, সেখানে আনুষ্ঠানিকতা শেষে ট্রেনটি সিরাজগঞ্জের উদ্দেশে রাতেই ছেড়ে যবে। সেখানে অক্সিজেন নামিয়ে খালি ট্রেনটি আবার এ পথ দিয়ে ভারতে ফিরে যাবে।

বেনাপোল কাস্টম হাউজের উপ কমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, অক্সিজেনবাহী ভারতীয় ট্রেনটি বেনাপোল বন্দরের রেলওয়ে স্টেশনে প্রবেশের পর দ্রুত আনুষ্ঠানিকতা শেষ করে সিরাজগজ্ঞে খালাসের উদ্দেশ্যে রওয়ানা হবে।

এর আগে আরও ৬ দফায় ২০০ মেট্রিক টন করে তরল মেডিক্যাল অক্সিজেন নিয়ে চারটি ট্রেন বাংলাদেশে আসে। এ নিয়ে ভারত থেকে সাত দফায় প্রায় ১ হাজার ৪০০ মেট্রিক টন অক্সিজেন এলো।

 

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত