রাজধানীর ৯ কোভিড হাসপাতালে ফাঁকা নেই আইসিইউ বেড

| আপডেট :  ১২ আগস্ট ২০২১, ১২:৩২  | প্রকাশিত :  ১২ আগস্ট ২০২১, ১২:৩১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট দেশে করোনায় মারা গেলেন ২৩ হাজার ৩৯৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ হাজার ৪২০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৮৬ হাজার ৭৮২ জন।

রাজধানীতে করোনা রোগীদের চিকিৎসার জন্য ডেডিকেটেড সরকারি হাসপাতালগুলোর মধ্যে নয়টিতেই আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) বেড ফাঁকা নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বুধবার (১১ আগস্ট) এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। তাদের দেয়া তথ্যমতে, ঢাকায় ১৭টি সরকারি হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে।

তার মধ্যে চারটি হাসপাতালে এসব রোগীদের জন্য আইসিইউ নেই। অন্য হাসপাতালগুলোর মধ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০ বেড, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬ বেড, সরকারি কর্মচারী হাসপাতালের ছয় বেড, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০ বেড, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৫ বেড, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০ বেড, রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫ বেড, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের আট বেড ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০ বেডের সবগুলোতে রোগী ভর্তি।

আর কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ২৬ বেডের মধ্যে একটি, টিবি হাসপাতালের চার বেডের মধ্যে একটি, জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতালের ১০ বেডের মধ্যে তিনটি আর ডিএনসিসি করোনা হাসপাতালের ২১২ বেডের মধ্যে ১৪ টি আইসিইউ ফাঁকা রয়েছে।

এদিকে রাজধানী ঢাকায় করোনা রোগীদের চিকিৎসা দেওয়া জন্য সরকারি ১৭টি হাসপাতালের ৩৮২টি আইসিইউ বেডের মধ্যে ফাঁকা রয়েছে মাত্র ১৯টি বেড।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত