দুমকিতে দীর্ঘ দিনের কোন্দলের অবসান, ১৫ আগষ্ট পালনের সিদ্ধান্ত
দুমকি, পটুয়াখালী প্রতিনিধি: জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের হস্তক্ষেপে দুমকি উপজেলা আওয়ামীলীগের অভ্যন্তরীন কোন্দলের অবসান।১৫ আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত, নেতা কর্মীদের মধ্যে স্বস্তির আভাস।
বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ১১আগস্ট বুধবার বিকালে সাড়ে ৪টায় শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও শাহজাহান সেলিম এর সঞ্চালনায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক, একেএম খায়ের উল আহসান, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট সাইফুল আহসান কচি, জেলা আওয়ামী লীগের সদস্য,আমিনুল ইসলাম ছালাম। সভায় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় দুমকি উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের উদ্যোগে দুমকি উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধ নিরসন করে থানাব্রীজস্হ আওয়ামীলীগ অফিসে বসানো হয় এবং সকলকে মিষ্টিমুখ করানো হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুরাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, সহ-সভাপতি আংগারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা, সহ-সভাপতি মাওলানা আলমগীর হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক আনিসুর রহমান মিন্টু এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন প্রমুখ। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, দুমকি উপজেলা আওয়ামী লীগে নবগঠিত কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের মধ্যে কোন্দল চলছিল, অবশেষে জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদকের হস্তক্ষেপে উক্ত ভুল বুঝাবুঝির নিরসন হলো এবং দুমকি উপজেলা আওয়ামী লীগ সুবাতাস বইতে শুরু করেছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত