ছেলের পাঁচ মিনিট পর চলে গেলেন বাবা
একমাত্র ছেলের মৃত্যুর পাঁচ মিনিট পর চলে গেলেন বাবাও। তাঁদের দুজনকে এক সঙ্গে জানাযা দিয়ে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভায় নয়ামাটি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আজ বৃহস্পতিবার রাত ৮.৩৫ ছেলে মুজিবুর রহমানের (৬৫) মৃত্যুর পাঁচ মিনিট পর চলে গেলেন বাবা মজিদ দারোগাও (৯০)।
জানা যায় সোনারগাঁ পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মজিদ দারোগা বার্ধক্যজনিত কারনে চিকিৎসাধীন ছিলেন। তাঁর একমাত্র ছেলে মজিবুর রহমান আজ সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আজ রাত ৮:৩৫ মারা যান তিনি। ছেলের মৃত্যুর ৫ মিনিট পরে ৮:৪০ মিনিটে পিতাও মৃত্যুর কোলে ঢলে পড়েন। বাবা ছেলের এক সঙ্গে জানাজার নামাজ শেষে স্থানীয় নয়ামাটি কবরস্থানে পাশাপাশি কবর দেওয়া হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত