ঢাকায় আসছে চীনের উপহারের আরও ১০ লাখ টিকা
চীন থেকে উপহার হিসেবে পাঠানো ১০ লাখ ডোজ করোনাভাইরাস টিকা ঢাকায় আসছে আজ। শুক্রবার (১৩ আগস্ট) সকালে করোনার এই টিকা নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি চীনের তিয়ানজিন বিমানবন্দর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে।
ঢাকায় চীনের দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হাওলং ইয়ান শুক্রবার ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন। এক ফেসবুক পোস্টে হুয়ালং ইয়ান লিখেছেন, আমাদের বাংলাদেশি ভাই-বোনদের জন্য চীনের উপহার হিসেবে সিনোফার্মের এক মিলিয়ন (১০ লাখ) ডোজ টিকা তিয়ানজিন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজে তোলা হয়েছে। আশা করা হচ্ছে, আজ সন্ধ্যায় এসব টিকা ঢাকায় এসে পৌঁছাবে বলে জানান তিনি।
গত ১২ মে বাংলাদেশকে ৫ লাখ টিকা উপহার দেয় চীন। এরপর ১৩ জুন দ্বিতীয় দফা উপহারের ছয় লাখ টিকা দেশে পোঁছায়। আর আজকে তৃতীয় দফায় আসছে চীনা উপহারের ১০ লাখ টিকা। এ ছাড়া টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় দুই দিনে ৩৪ লাখ ৭০ হাজার সিনোফার্মের টিকা বাংলাদেশকে উপহার দিয়েছে চীন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত