শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে সেপ্টেম্বরে আন্দোলন : নূর

| আপডেট :  ১৩ আগস্ট ২০২১, ১১:৩২  | প্রকাশিত :  ১৩ আগস্ট ২০২১, ১১:৩০

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূর বলছেন, বাংলাদেশ ১৫ মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। আজকে শিক্ষার্থীদের পরীক্ষা ছাড়াই অটোপাস দেওয়া হচ্ছে। এই অটোপাস মূলত তাদের ধ্বংস ডেকে আনছে। দ্রুত সব শিক্ষার্থীদের টিকার ব্যবস্থা করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন।

আজ শুক্রবার (১৩ আগস্ট) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সবার জন্য করোনার টিকা নিশ্চিত করে সেপ্টেম্বর থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানান নুরুল হক নুর। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া না হলে অভিভাবক এবং শিক্ষার্থীদের নিয়ে সেপ্টেম্বরে আন্দোলনের ডাক দেওয়া হবে।

তিনি বলেন, দ্রুত সব শিক্ষার্থীদের টিকার ব্যবস্থা করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন। এই সরকার আসলে টালবাহানা করে সময় কাটাতে চায়, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস হচ্ছে সেদিকে কোনো মনোযোগ নাই। এখন পর্যন্ত অসংখ্যবার ডেট দিয়েও শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারেনি কিংবা কোনো রোডম্যাপ দিতে পারেনি সরকার।

নুরুল হক নূর বলেন, আজকে হাসপাতালে সিট নেই, মানুষ না খেয়ে মরছে কিন্তু সরকার করোনাকে কাজে লাগিয়ে কিভাবে ক্ষমতা দীর্ঘস্থায়ী করবে সেই চেষ্টা করছে। মানুষ বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে আর তুচ্ছ ঘটনাকে রং-চঙ মাখিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন নাটকের অবতারণা করছে।

সমাবেশে অন্যদের মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকিসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত