বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে প্রস্তুত সমাধি সৌধ

| আপডেট :  ১৪ আগস্ট ২০২১, ০৪:৫৮  | প্রকাশিত :  ১৪ আগস্ট ২০২১, ০৪:৫৮

বাদল সাহা, গোপালগঞ্জ থেকে: আগামীকাল রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬-তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সসহ জেলায় নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে। প্রতিবছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় শোক দিবসে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া এসে থাকেন। যদিও করোনার কারনে গত বছর মত এ বছর টুঙ্গিপাড়ায় যাচ্ছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরেও বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্রেক্সে শেষ হয়েছে সকল প্রস্তুতি।

করোনা কারনে প্রধানমন্ত্রী মখে হাসিনা টুঙ্গিপাড়ায় না আসলেও প্রধানমন্ত্রী পক্ষে সকাল ১০টায় পক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানাবেন সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী। এ সময় তিন বাহিনীর পক্ষে অনার গার্ড প্রদান করা হবে।

প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে কেন্দ্রীয় নেতারা, মন্ত্রী পরিষদের সদস্য ও সংসদ সদস্যগণ শ্রদ্ধা জানাবেন। বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পন ও শ্রদ্ধা জানাবেন। এরপর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের পক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে শ্রদ্ধা জানানো হবে।

বেলা সাড়ে ১১টায় সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এরপর সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষকে শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স উন্মুক্ত করে দেয়া হবে।

শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্স এলাকা ধোয়া মোছাসহ শেষ হয়েছে উন্নয়নমূলক কাজ। তবে এবছর প্রধানমন্ত্রীকে কাছে না পাওয়ায় হতাশা বিরাজ করছে এখানকার নেতা-কর্মীদের মাঝে।

জাতীয় শোক শোক দিবস উপলক্ষে গোটা টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কালো পতাকা টাঙ্গানো হযেছে। গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক ও ঢাকা-খুলনা মহাড়কের গোপালগঞ্জ থেকে মুকসুদপুর উপজেলা পযর্ন্ত বিভিন্ন স্থানে সড়কে নির্মাণ করা হয়েছে শতাধিক তোরণ।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মোহাম্মদ শামীম মুসফিক স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় জানাগেছে, জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় উপস্থিত থাকবেন পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন, শাজাহান খান এমপি, শেখ হেলাল উদ্দিন এমপি, মির্জা আজম এমপি, জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, এস এম কামাল হোসেন, আরিসুর রহমান, সাহাবুদ্দিন ফরাজী, প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী মশিউর রহমান হূমায়ূনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোমাজেম্মল হক টুটুল বলেন, প্রধানমন্ত্রী না এলেও কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় অাসবেন। জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধী সৌধ কমপ্লেক্স এখন প্রস্তুত। টুঙ্গিপাড়ার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে থাকে টুঙ্গিপাড়াবাসী। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের রাষ্ট্রীয় অনুষ্ঠানে না আসায় হতাশ হয়ে পড়েছেন নেতাকর্মীরা।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হেদায়েতুল ইসলাম জানান, জাতীয় শোক দিবস পালনের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সমাধী সৌধ কমপ্লেক্সে শোভাবর্ধন, রং, নতুন নতুন গাছ লাগানো হয়েছে। নির্বিঘ্নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকি পালিত হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত