সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে দুমকিতে মানববন্ধন
মিজানুর রহমান, পটুয়াখালী থেকে: সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে দুমকিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল ১০.০০ টায় দুমকি- বাউফল সড়কের প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ ও শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশনের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সম্প্রতি খুলনার রুপশা, পটুয়াখালীর কলাপাড়া এবং মৌলভীবাজারের কুলাউড়া সহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর হামলা, বাড়িঘর ও ধর্মীয় উপাসনালয় ভাংচুর, ভুমি জবরদখলের প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের দুমকি উপজেলা শাখার সভাপতি সুকুমার চন্দ্র, সাধারণ সম্পাদক উজ্জ্বল চন্দ্র প্রমূখ। বক্তারা দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় উসকানি, সংখ্যালঘুদের উপর হামলা, বাড়িঘর ও ধর্মীয় উপাসনালয় ভাংচুর ভুমি জবরদখলের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত