কাবুলে ঢুকে পড়েছে তালেবান
আফগানিস্তানের রাজধানী কাবুলে ঢুকে পড়েছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। শহরটির চারপাশ দিয়ে তারা একযোগে সেখানে প্রবেশ করছে। আজ রবিবার (১৫ আগস্ট) আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে বলে বিবিসি ও আল-জাজিরার খবরে বলা হয়েছে।
জালালাবাদ দখলের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তালেবান বাহিনী কাবুলে প্রবেশ করতে শুরু করে। তালেবানের শীর্ষস্থানীয় একজন নেতা জানিয়েছেন, দলের সদস্যদের সহিংসতা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ শহর ছাড়তে চাইলে তাদের বাধা না দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে।
তালেবানের এক নেতা জানিয়েছেন, যোদ্ধাদেরকে সহিংসতা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আর যারা কাবুল ত্যাগ করতে চায়, তাদেরকে নিরাপদে চলে যেতে দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনির সরকার প্রতিরোধ গড়ে তুলবে না আত্মসমর্পণ করবে তা এখনও জানা যায়নি।
তালেবানদের পক্ষ থেকে বলা হয়েছে, গায়ের জোরে কাবুল দখল করা তাদের লক্ষ্য নয়।
সংগঠনের এক মুখপাত্র বলেছেন, আমরা চাই, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর হোক। সাধারণ মানুষ যেন সহিংসতার বলি না হয়। সে দিকে খেয়াল রাখা হচ্ছে। কাবুলের মানুষের জীবন বিপন্ন হোক তা আমরা চাই না।
এদিকে, যুক্তরাষ্ট্র তাদের কূটনীতিকদের হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া শুরু করেছে। তবে কাবুল বিমানবন্দর ও দূতাবাস সুরক্ষিত করতে নতুন করে সেনাও পাঠিয়েছে তারা। এর আগে তালেবান বাহিনী জালালাবাদ ও খোশত প্রদেশের রাজধানী দখল করে। এর ফলে আফগান সরকারের হাতে থাকে কেবল রাজধানী কাবুল ও ৩৪টি প্রদেশের মধ্যে মাত্র ৫টি প্রদেশের রাজধানী।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত