দুমকিতে জাতীয় শোক দিবস পালিত

| আপডেট :  ১৫ আগস্ট ২০২১, ০৬:০৪  | প্রকাশিত :  ১৫ আগস্ট ২০২১, ০৬:০৪

মিজানুর রহমান, পটুয়াখালী থেকে: স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম সাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ অনুষ্ঠিত হয়।

চলছে শোকের মাস ১৫ আগষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারকে হত্যা করা হয়। বুলেটের আঘাতে স্তব্ধ করে দেওয়া হয় বাঙালির অধিকার প্রতিষ্ঠা ও মুক্তি সংগ্রামের দ্ব্যর্থহীন বজ্রকণ্ঠ। দেশের বাইরে অবস্থান করার কারণে সেদিন প্রাণে বেঁচে যান জাতির জনক বঙ্গবন্ধুর দুইকন্যা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা।

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়ে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অপর্ণ ও কালো ব্যাজ ধারন করেন।

বৈশ্বিক মহামারি কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দুরত্ব নিশ্চিত পূর্বক এবং দলীয় নেতাকর্মীদের স্বাস্থ্য ঝুকি বিবেচনা করে, সীমিত পরিসরে জাতীয় শোক দিবস পালন করেন দুমকি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত