দুমকিতে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ
দুমকি,পটুয়াখালী থেকে: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষে দুমকিতে জাতীয় শ্রমিক লীগের আলোচনা সভা দোয়া মিলাদ ও খাবার বিতরণ করা হয়। সোমবার বিকাল ৪টায় দুমকি থানা ব্রিজ শ্রমিক লীগ কার্যালয় উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন, দুমকি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার, সহ সভাপতি মুজিবুর রহমান, ফোরকান আলী মৃধ্যা, ওয়াহিদুর রহমান শহীদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী মৃধা, মো. কবির হোসেন মৃধ্যা, বাংলাদেশ আওয়ামীলীগ ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য মোঃ রিয়াজ উদ্দিন রুবেল, উপজেলা আওয়ামী লীগ সদস্য মো. মনিরুজ্জামান মনির প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন পরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত