গরুর গোস্তে আল্লাহর নাম দেখতে উপচ্ছে পরা ভিড়

| আপডেট :  ১৬ আগস্ট ২০২১, ১০:৫৩  | প্রকাশিত :  ১৬ আগস্ট ২০২১, ১০:৫৩

ইমরান হোসেন,পটুয়াখালী থেকে: কখনো পাথরে, কখনো গাছের পাতায়, কখনো মাছের গায়ে আরবি বর্ণে ‘আল্লাহ’ শব্দটি রয়েছে এমন কথা শোনা গিয়েছে। এবার পটুয়াখালীর মির্জাগঞ্জে গরুর গোস্তের একটি টুকরাতে মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের নাম ‘আল্লাহু’ লেখা ভেসে ওঠেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায় সোমবার (১৬ই আগস্ট) পটুয়াখলী জেলার মির্জাগঞ্জ উপজেলার ২নং মির্জাগঞ্জ ইউনিয়নের মানসুরাবাদ গ্রামের মৃধা বাড়িতে রান্না করা গরুর গোস্তের টুকরায় ‘আল্লাহু’ লেখা চমকপ্রদ এ ঘটনা ঘটেছে।

জানতে চাইলে মো: মিজানুর রহমান এর স্ত্রী মরিয়ম বেগম বলেন, কোরবানীর গোস্ত ফ্রিজে রাখা ছিল। সকালে ফ্রিজ থেকে বের করে গোস্ত রান্না করার সময় পাতিলে এক টুকরা গোস্ত ভেসে উঠে দেখেন। পরে আরো নাড়লে আল্লাহ লেখা গোস্তের খন্ডটি পাতিলে না ডুবে বার বার ভেসে উঠে দেখে তা তুলে নেয়, এবং লেখা দেখেন আল্লাহর নাম। তিনি দেখে আশ্চর্য হয়ে বিষয়টি তিনি তাৎক্ষণিক তার বড়ভাই মো: কবিরকে জানান। এতে পুরো এলাকায় জানাজানি হয়ে যায়। জানা যায়, গোস্তে আল্লাহু লেখা একনজর দেখতে উৎসুক নারী-পুরুষ ওই বাড়িতে ভিড় করতে থাকে।

স্থানীয় বাসিন্দা মানসুরাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মো: নুরুল আলম গোস্তের টুকরাটি দেখে এতে ‘আল্লাহু’ লেখা থাকার বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত