মাওলা আলী শাহী পাক দরবার শরীফে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ মাহফিল

| আপডেট :  ১৭ আগস্ট ২০২১, ০৫:৪৫  | প্রকাশিত :  ১৭ আগস্ট ২০২১, ০৫:৪৫

খাজা আহমেদ, ব্রাহ্মণবাড়ীয়া থেকে: ব্রাহ্মণবাড়ীয়া জেলার আশুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহি শরীফ পুর গ্রামে মাওলা আলী শাহী পাক দরবার শরীফে ০৮ মহরম ১৮/০৮/২০২১ ইং রোজ বোধবার পবিত্র মহরম উপলক্ষে মিলাদ মাহফিল ও তবারক বিতরন করা হবে।সুলতানুল আউলিয়া শাহান শাহ পাক হযরত খাজা নূরে আলা আবেদ আলী শাহ রহঃ এর সন্তান মজ্জোব পাগল সবল শাহ্ এর সার্বিক তত্ত্বাবধানে আশুগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জনাব শাহীন আলম বকসীর সভাপতিত্বে দরবার শরীফ পরিচালনা কমিটির সকল সদস্য গন উপস্থিত থাকবেন।অত্র অনুষ্টানে ভক্ত আশেকান জাকেরান সকলের উপস্থিতির জন্য দাওয়াত করা হলো।

মোসলমানের সুকের মাস পবিত্র মহরম মাস এই মাসে কারবালার প্রান্তরে যে নৃশংস ঘটনা ঘটেছিলো তার জন্য সারা পৃথিবীর মুসলিম উম্মাহ এই মাসটিতে নফল রোজা কোরআান খতম, জিকির আজকার ও সুকের মাতম করেন।

এই দরবার শরীফেও এর ব্যাতিক্রম নয় এখানেও সারা রাত্র জিকিক ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।জাতি ধর্ম বর্ন সকলেই আমন্ত্রিত।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত