নুরের সঙ্গে হিরো আলমের সাক্ষাৎ

| আপডেট :  ১৭ আগস্ট ২০২১, ০৯:১১  | প্রকাশিত :  ১৭ আগস্ট ২০২১, ০৯:১১

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে সাক্ষাৎ করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ মঙ্গলবার (১৭ আগস্ট) সন্ধ্যায় নুরের পল্টন অফিসে হিরো আলম তার সঙ্গে সাক্ষাৎ করেন।

হিরো আলম জানিয়েছেন, আজ সন্ধ্যার তার সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে নুরের সঙ্গে রাজনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়। তবে তিনি নুরের সঙ্গে রাজনীতি করবেন কি না; সেই বিষয়ে সিদ্ধান্ত নেননি।

নুরুল হক নুর বলেন, হিরো আলম এদিক দিয়ে যাওয়ার সময় আমার অফিসে এসেছিলেন। তিনি রাজনীতি করতে চান। আমাদের ব্যাপারেও তিনি আগ্রহী। তার সংগে শুভেচ্ছা আলাপ হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত