টাইগারদের দল ঘোষণা: বাদ পড়লেন মিঠুন, ফিরেছেন ৩ জন
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৯ সদস্যের দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম, ওপেনার লিটন কুমার দাস ও তরুণ স্পিনিং অলরাউন্ডার আমিনুল ইসলাম বিপ্লব। গত জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজের মতো এই সিরিজের দলেও নাম নেই তামিম ইকবালের। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন।
বাংলাদেশের ১৯ সদস্যের দল-
মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নাইম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মাহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, নাসুম আহমেদ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত