দুমকিতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
দুমকি(পটুয়াখালী) থেকে: পটুয়াখালীর দুমকিতে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ০১টায় উপজেলার তালতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ কামাল হোসেন(৪০)কে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক করে এসআই উত্তম কুমার ভাটের নেতৃত্বাধীন পুলিশের একটি দল।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী কামালের দোচালা ঘরে বিপুল পরিমাণ গাঁজা মজুদ আছে এমন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। পরে কাপড়ের ব্যাগে রক্ষিত অবস্থায় ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক মাদক ব্যবসায়ী কামাল দুমকির চরবয়রা এলাকার আবুল কাশেমের ছেলে। দুমকি থানার অফিসার-ইন-চার্জ(ওসি) মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বরিশাল রেঞ্জ ডিআইজি ও পটুয়াখালী জেলা পুলিশ সুপার মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে দুমকিতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে রয়েছে পুলিশ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত