মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি

| আপডেট :  ২০ আগস্ট ২০২১, ০৫:৫২  | প্রকাশিত :  ২০ আগস্ট ২০২১, ০৫:৫১

মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে ইসমাইল সাবরি ইয়াকোব। তিনি দেশটির বৃহত্তম রাজনৈতিক দল ইউএমএনওর (ইউনাইটেড মালয়েজ ন্যাশনাল অর্গানাইজেশন) নেতা। আজ শুক্রবার (২০ আগস্ট) তাকে এ পদে নিয়োগ দেন মালয়েশিয়ার রাজা আল সুলতান আব্দুল্লাহ। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে গত ১৬ আগস্ট রাজার কাছে পদত্যাগপত্র পেশ করেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন। পদত্যাগের ফলে তার নেতৃত্বাধীন মন্ত্রিসভারও পতন ঘটে। ইসমাইল সাবরি ইয়াকোব ছিলেন সাবেক সরকারের উপপ্রধানমন্ত্রী। মুহিদ্দিন ইয়াসিনের পদত্যাগের পর দেশটির পার্লামেন্ট দেওয়ান রাকাইতে আস্থাভোটের আয়োজন করা হয়েছিল। আস্থাভোটে দেওয়ান রাকাইতের ২২২ জন আইন প্রণেতার মধ্যে ১১৪ জন তার পক্ষে ভোট দিয়েছেন বলে জানিয়েছে মালয়েশিয়ার রাজার দফতর।

মালয়েশিয়ায় কোভিড-১৯ মহামারী এবং অর্থনৈতিক দুর্দশা সামাল দেওয়া নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে জনরোষ বাড়তে থাকার এই সময়ে দেশের শাসনক্ষমতায় আসলেন সাবরি। এর আগে তার পূর্বসরি মুহিইদ্দিন ইয়াসিনকে মাত্র ১৭ মাসের নড়বড়ে সরকার নিয়েই কোভিড সংক্রমণের ঊর্ধ্বগতি আর অর্থনৈতিক সংকট মোকাবেলায় লড়তে হচ্ছিল। তারপরও আস্থা ভোটে টিকে থাকার সবরকম চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। ২০২০ সালে একইভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও মালয়েশিয়ান ইউনাইটেড ইনডিজেনাস পার্টির (এমইউআইপি) নেতা মুহিদ্দিন ইয়াসিন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত