স্বেচ্ছাসেবক লীগ জেলা শাখার সাবেক আহবায়ক আক্রামুজ্জামান আক্রামের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

| আপডেট :  ২০ আগস্ট ২০২১, ০৬:০১  | প্রকাশিত :  ২০ আগস্ট ২০২১, ০৬:০১

বাদল সাহা, গোপালগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জেলা শাখার সাবেক আহবায়ক আক্রামুজ্জামান আক্রামের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এ অনুষ্ঠানে আয়োজন করে। আজ শুক্রবার (২০ আগস্ট) সকাল ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান।

সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহসিন উদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিকদার নূর মোহাম্মদ দুলু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মিটু, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক নূরুল ইসলাম আব্বাস বক্তব্য রাখেন।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্য এবং সাবেক আহবায়ক আক্রামুজ্জামান আক্রামের রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত