বরিশালে আপাতত বিজিবির দরকার নেই: বিভাগীয় কমিশনার
বরিশালের বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল বলছেন, পরিস্থিতি শান্ত থাকায় আপাতত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিজিবি নামানো হচ্ছে না। তবে যদি প্রয়োজন হয় এজন্য বিজিবি প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। আজ শুক্রবার (২০ আগস্ট) বিকালে সাংবাদিকদের এ কথা জানান বরিশালের বিভাগীয় কমিশনার।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি-দক্ষিণ) আলী আরশাদ বলেন, জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পৃথক মামলায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
অপরদিকে, মেয়রের ওপর হামলার ঘটনায় আজ শুক্রবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেছে সদর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ছাড়া বাববুগঞ্জে উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার বরিশালে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য ১০ প্লাটুন বিজিবি চান বিভাগীয় কমিশনার। এছাড়া ১০ জন নির্বাহী ম্যাজিস্টেট মাঠে থাকবেন বলে জানিয়েছেন তিনি। গত বুধবার রাতে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে অবৈধ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন উচ্ছেদ করতে অভিযান চালায় বরিশাল সিটি করপোরেশনের কর্মীরা। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাদের অভিযান বন্ধ করে সকালে অভিযান চালাতে বলেন। কিন্তু সেটি না মেনে ইউএনওর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন সিটি কপোরেশন কর্মী এবং আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা। একপর্যায়ে তারা ইউএনওর বাসভবনে হামলা চালান।
এ সময় ইউএনওর নিরাপত্তায় আনসার সদস্যরা গুলি চালালে বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে পুলিশের সঙ্গেও হামলাকারীদের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। পরে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত