যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত ভারত ছাড়ার নির্দেশ
ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণে দেশটিতে দেখা দিয়েছে লাশের মিছিল। প্রতিদিন হাজার হাজার মানুষ ভারতে করোনায় আক্রান্ত হয়ে বা এর লক্ষণ শরীরে নিয়ে মৃত্যুবরণ করছেন। ক্রমবর্ধমান এই সংকটের কারণে যত দ্রুত সম্ভব নিজেদের নাগরিকদের ভারত ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্র।
বুধবার (২৮ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ ভ্রমণ সতর্কতা জারি করে মার্কিন নাগরিকদের ভারত ভ্রমণ না করতে বা যত তাড়াতাড়ি সম্ভব দেশটি ছাড়তে বলেছে। মন্ত্রণালয়টি জানিয়েছে, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিদিন ১৪টি সরাসরি ফ্লাইট চলাচল করে, এছাড়া ইউরোপ হয়ে আরও কিছু সার্ভিসও আছে।
রেকর্ড করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর সঙ্গে পাল্লা দিতে ভারতের কর্তৃপক্ষ ও হাসপাতালগুলোকে লড়াই করতে হচ্ছে। এদিকে, আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আগের ২৪ ঘণ্টায় তিন লাখ ৭৯ হাজার ২৫৭ জন নতুন রোগী শনাক্ত ও ৩৬৪৫ জনের মৃত্যুর কথা জানিয়েছে। আক্রান্তের সংখ্যায় পরপর সাত দিন ধরে বিশ্বরেকর্ড করা ভারতে সম্প্রতি সবচেয়ে দ্রুতগতিতে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত