বাবুনগরীর দাফনের আগেই যে কারণে আমির ঘোষণা হেফাজতের

| আপডেট :  ২১ আগস্ট ২০২১, ১২:০৯  | প্রকাশিত :  ২১ আগস্ট ২০২১, ১২:০৯

চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদরাসার শাইখুল হাদিস জুনায়েদ বাবুনগরীর মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে তার মরদেহ দাফন করা হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রয়াত আমির আল্লামা জুনাইদ বাবুনগরীর দাফনের আগেই গতকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে সংগঠনটির ভারপ্রাপ্ত আমির হিসেবে নাম ঘোষণা করা হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রয়াত আমির আল্লামা জুনাইদ বাবুনগরীর দাফনের আগেই
জানা যায়, জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর তার দাফনের স্থান নির্ধারণ ও হেফাজতের নতুন আমির নির্বাচনের জন্য বৃহস্পতিবার রাত ৯টায় হাটহাজারী মাদরাসায় বৈঠক হয়। বৈঠক শেষে রাত পৌনে ১১টার দিকে হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী মাদরাসার মাইকে জুনাইদ বাবুনগরীর মামা মুহিবুল্লাহ বাবুনগরীকে ভারপ্রাপ্ত আমির ঘোষণা দেন।

হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পাওয়ার আগে মুহিব্বুল্লাহ সংগঠনটির প্রধান উপদেষ্টার দায়িত্বে ছিলেন। বাবুনগরীর দাফনের আগেই ভারপ্রাপ্ত আমির ঘোষণা করায় তার সমালোচকরা এ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দেখান। বিশেষ করে তার সমালোচক মহলে এ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। হেফাজত নেতারা বলছেন, বৃহস্পতিবার বাবুনগরীকে দাফনের আগেই হাটহাজারী মাদরাসায় জরুরি পরামর্শ হয়। সেখানে হেফাজত নেতাদের মুক্তি ও মাদরাসা খোলার কার্যক্রম যেন ঝিমিয়ে না পড়ে সেজন্য সিদ্ধান্ত নিতে দেরি করেননি দলের সিনিয়র নেতারা।

আমিরের দাফনের আগেই ভারপ্রাপ্ত আমিরের নাম ঘোষণার বিষয়ে হেফাজতে ইসলামের নেতা ও মহাসচিব পুত্র মোরশেদ বিন নূর জিহাদী গণমাধ্যমকে বলেন, সংগঠনের মধ্যে মুহিব্বুলাহ হুজুর জ্যেষ্ঠ ও মুরুব্বি। সেজন্য শুরা সদস্যদের সিদ্ধান্তে তাকে আমির ঘোষণা করা হয়েছে। কারণ আনুষ্ঠানিকতা করতে অনেক সময় লাগবে।

হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফীর মৃত্যুর পর গত বছরের ১৫ নভেম্বর জুনাইদ বাবুনগরীকে আমির ও নূর হোসাইন কাসেমীকে মহাসচিব করে ১৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কিন্তু নূর হোসাইন কাসেমী গত ১৩ ডিসেম্বর মারা যান।

পরে চলতি বছরের ৭ জুন জুনায়েদ বাবুনগরীকে আমির ও নুরুল ইসলাম জিহাদীকে মহাসচিব করে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে হেফাজতে ইসলাম। গত ৭ জুন হেফাজতের ঘোষিত কমিটির ১৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন মুহিব্বুল্লাহ বাবুনগরী। প্রয়াত হেফাজত আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী ও প্রধান উপদেষ্টা মুহিবুল্লাহ বাবুনগরী দুজনে সম্পর্কে আপন মামা-ভাগ্নে।

 

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত