প্রধানমন্ত্রীর উপর গ্রেনেড হামলার প্রতিবাদে ও শহীদদের স্মরণে গোপালগঞ্জে দোয়া মাহফিল
বাদল সাহা, গোপালগঞ্জ প্রতিনিধি: ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর বর্বোরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে ও শহীদদের স্মরনে গোপালগঞ্জে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং জেলা ছাত্রলীগ আলাদাভাবে এ কর্মসূচীর আয়োজন করে।
আজ শনিবার (২১ আগস্ট) সকাল ১১টায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, ইউপি চেয়ারম্যান হান্নান শেখ, আওয়ামী লীগ নেতা রুহুল আমীন লিটু, নুর আলম হাজরা, আতিকুজ্জামান খান বাদল, কবিরুল ইসলাম রুনি, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাফেজা বেগম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক এস এম ইস্রাফিল, যুগ্ম আহ্বায়ক বাবলু হাজরা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবুল হাজরা, কুশলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল শেখ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন, কলেজ ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার বক্তব্য রাখেন।
এসময় বক্তরা বলেন, হাওয়া ভবনে বসে তারেক জিয়া ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুফুজ্জামান বাবর এ গ্রেনেড হামলার পরিকল্প করেছিলো। আল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রক্ষা করেছেন। গ্রেনেড হামলারকারীদের দ্রুত শস্তির দাবী জানান তারা।
পরে আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্য এবং গ্রেনেড হামলায় নিহত শহীদদের রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
অপর দিকে, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কায্যালয়ে জেলা ছাত্রলীগের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লার সভাপতিত্বে অনুষি।টত স্মরন সভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন তাজ বক্তব্য রাখেন। এ কর্মসূচীতে ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত