২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দুমকিতে আলোচনা সভা
জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী) থেকে: ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা কে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানসহ সকল নিহতদের স্মরনে দুমকিতে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুস্ঠিত হয়। শনিবার (২১ আগস্ট) বিকাল ৪টায় দুমকি থানা ব্রিজ আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিমের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন।
আলোচনা ও দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আমিনুল ইসলাম সালাম, মাওলানা আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, মো. হুমায়ুন কবির মৃধ্যা, দপ্তর সম্পাদক মাইনুল হোসেন, আইন বিষয়ক সম্পাদক মোঃ আমির হোসেন, উপজেলা আওয়ামী লীগ সদস্য ও দুমকি প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ ফজলুল হক, ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম জীবন, সাধারণ সম্পাদক সবুজ শিকদার প্রমুখ।
বক্তারা একুশে আগস্ট গ্রেনেড হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনা এবং যারা আহত হয়েছে তাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত