২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদ মামুনের কবর জিয়ারত
ইমরান হোসেন,পটুয়াখালী থেকে: পটুয়াখালীর দশমিনা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় আলীপুরা ইউনিয়নের পশ্চিম আলীপুরা গ্রামের মতলেব মৃধার ছেলে নিহত মামুন মৃধার স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২০০৪ সালের একুশে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউ সম্মুখে আওয়মী লীগ সমাবেশে বিরোধীদলীয় পৃষ্ঠপোষকতায় ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত মামুন মৃধার কবরের পাশে দাঁড়িয়ে বৃদ্ধ বাবা মোতালেব মৃধা শনিবার ২১ আগস্ট সকালে একদিকে চোখের জল আরেক দিকে দৃঢ় কন্ঠে ছেলে মামুনসহ শহীদদের হত্যার বিচারের দাবী জানান। ১৭ তম হত্যা বার্ষিকীর দিনে মামুন মৃধার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের জাতীয় সংসদ সদস্য এসএম শাহজাদা (এমপি)।
এসময় মোতালেব মৃধা আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি জননেত্রী শেখ হাসিনার কাছে বিচার দাবী করেন। গ্রেনেড হামলাকারীদের ফাঁসি হলেই কেবল আমার ছেলেসহ শহীদদের আত্মা শান্তি পাবে। আমার পরিবার শান্তনা পাবে।
এ সময় এসএম শাহজাদা (এমপি) বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে চেষ্টা করছেন। অচিরেই পাশবিক এ হত্যাকান্ডের বিচার বাংলার মাটিতে কার্যকর হবে। জননেত্রী আগেও যেমন আপনাদের পাশে ছিলেন, আগামীতেও তিনি আপনাদের পাশে থাকবেন। শহীদ মামুনের স্মরনে ২১’আগষ্ট শনিবার দশমিনা উপজেলার আলীপুরা শহিদ মামুনের গ্রামের বাড়িতে সকালে তার কবর জিয়ারত, দোয়া মোনাজাত, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএম শাহজাদা (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি মান্নান। আরও উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগ সভাপতি সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক গোলাম মস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, দশমিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আজিজ মিয়া, সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ লিটন সহ দুই উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা ও গণমাধ্যম কর্মীরা দোয়া মোনাজাতে অংশ নেয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত