সাকিবের চাওয়ার সাথে মিলছে না নিউজিল্যান্ড সিরিজের উইকেট
বিশ্বকাপের আদর্শ প্রস্তুতির জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে স্পোর্টিং উইকেট চান সাকিব আল হাসান। তবে বিপরীত অবস্থানে বিসিবি। স্লো আর টার্নিং উইকেটে ব্ল্যাক ক্যাপ বধের ছক আঁকছে ক্রিকেট বোর্ড। এদিকে তামিমের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে শর্ত জুড়ে দিয়েছে ক্রিকেট অপারেশন্স। যুক্তরাষ্ট্রে ছুটির আমেজে সাকিব আল হাসান। পরিবারের সান্নিধ্যে বায়ো বাবলের কঠিন সময় ভুলে থাকার চেষ্টা। তবে চাইলেই কি ক্রিকেট থেকে পুরোপুরি দূরে থাকা যায়? বিশ্বসেরা অলরাউন্ডারের মস্তিষ্কে যে খেলা করছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ জয়ের তৃপ্তি আছে, তবে বিশ্বকাপের জন্য কি আদর্শ প্রস্তুতি নিতে পারছে টিম বাংলাদেশ? বিশ্বসেরা অলরাউন্ডার তা উপলব্ধি করে নিউজিল্যান্ড সিরিজে ট্রু উইকেটে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। অথচ সাকিবের মতো সুদূর প্রসারী পরিকল্পনা বাদ দিয়ে তাৎক্ষণিক সাফল্যের পথে হাঁটতে চায় বিসিবি।
সাকিব আল হাসান কবে দেশে আসবেন তাও অজানা ক্রিকেট বোর্ডের। তবে মঙ্গলবারের মধ্যে বায়ো বাবলে ঢুকতে হবে সব ক্রিকেটারকে, সাকিবকেও একই বার্তা দেয়া হয়েছে।
তামিম ইকবালের টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়েও ধোঁয়াশা আছে। ইনজুরিতে পড়ে এখন রিহ্যাবে আছেন এ বাঁ হাতি ব্যাটসম্যান। বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবেন কিনা তা নিয়ে শঙ্কা আছে। এই ফরম্যাটে অনাগ্রহ কিংবা অন্য কোন কারণে প্রায় দেড় বছর খেলেন না তামিম। তবে ফিট হলে তামিমের বিশ্বকাপ স্কোয়াডে না থাকার কোন কারণ দেখছেন না ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত