গোপালগঞ্জে বিদ্যুতপৃষ্ট হয়ে নির্মান শ্রমিমের মৃত্যু

| আপডেট :  ২২ আগস্ট ২০২১, ০৪:৪২  | প্রকাশিত :  ২২ আগস্ট ২০২১, ০৪:৪২

বাদল সাহা, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে নির্মানা‌ধিন ভবনে কাজ করার সময় বিদ্যুতপৃষ্ট হয়ে সোহেল শেখ (২৪) নামে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রবিবার (২২ অগস্ট) দুপুরে শহরের মোহাম্মদ পাড়ার শাপলাবাগ এলাকায় এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস আই) মো: জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নির্মান শ্রমিক সোহেল শেখ গোপালগঞ্জ সদর উপজেলার পূর্ব আড়পাড়া গ্রামের বকুল শেখের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস আই) মো: জাকির হোসেন জানান, দুপুরে ওই এলাকার বাসিন্দা ইসলামি ব্যাংক কর্মকর্তা হাফিজুর রহমানের নির্মানাধিন ভবনের ৩ তলার রাজমিস্ত্রির সহকারী হিসাবে কাজ করছিল সোহেল।

এসময় অসাধনতাবশত: ভাবে ভবনের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের সঞ্চালন লাইনের সাথে জড়িয়ে পড়লে মারাত্মক আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত