দুর্নীতির অভিযোগে পেট্রোবাংলার পরিচালকসহ ২০ জনকে তলব
দুর্নীতির অভিযোগে পেট্রোবাংলার পরিচালক আইয়ুব খান চৌধুরীসহ ২০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে তিতাসের কর্মকর্তাও রয়েছেন। আজ সোমবার (২৩ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ের পাঠানো চিঠিতে তাদেরকে ৫ থেকে ৯ সেপ্টেম্বর বিভিন্ন সময়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
আজ সোমবার (২৩ আগস্ট) দুদকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এরইমধ্যে মোট ১০ জন কর্মকর্তা-কর্মচারীর বক্তব্য গ্রহণ করা হয়েছে। বর্তমানে তাদের বক্তব্য ও সরবরাহ করা রেকর্ডপত্র যাচাইয়ের কাজ চলছে। ২০ জন কর্মকর্তা ও কর্মচারীকে আগামী ৫ থেকে ৮ সেপ্টেম্বর দুদক কার্যালয়ে হাজির হয়ে তাদের বক্তব্য দেওয়ার জন্য নােটিশ জারি করা হয়েছে।
যাদের তলব করা হয়েছে- তিতাসের সিনিয়র সুপারভাইজার হারুন-অর-রশিদ, সিনিয়র বিক্রয় সহকারী ফয়েজ আহমেদ লিটন, সিবিএ’র সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সিবিএ নেতা জাকির হোসেন ও সহকারী কর্মকর্তা দেলোয়ার হোসেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত