আশুগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

| আপডেট :  ০৪ সেপ্টেম্বর ২০২১, ০৪:২৮  | প্রকাশিত :  ০৪ সেপ্টেম্বর ২০২১, ০৪:২৮

খাজা আহমেদ, ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলমান মাদকবিরোধী অভিযানে আরও ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার চরচারতলা টেকপাড়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চরচারতলা গ্রামের মৃত মতি মিয়ার ছেলে বাবুল মিয়া (৪২), ইউসুফ মিয়ার ছেলে বাবুল সরকার (৫৫) ও আবুল হোসেন খাঁর ছেলে মুক্তার খাঁ।

আশুগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক শ্রীবাস দাস জানান, গ্রেফতারকৃতরা মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িত রয়েছে বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোঃ আজাদ রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ৩৬ পিস ইয়াবা, ১টি রাম দা, ১টি চাপাতি, ১টি ছুরি, ১টি ডেগার, ১টি ল্যাপটপ (অকেজো), ৩টি এন্ড্রয়েডসহ ৫টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ২,৩৯০ টাকা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজাদ রহমান জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। আমরা মাননীয় পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে নীতি কাজ করছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত