পটুয়াখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ৩

| আপডেট :  ০৪ সেপ্টেম্বর ২০২১, ০৪:৪৮  | প্রকাশিত :  ০৪ সেপ্টেম্বর ২০২১, ০৪:৪৮

ইমরান হোসেন, পটুয়াখালী থেকে: পটুয়াখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহিন মৃধা (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে রকি (১৮), রনি (২২) ও ইসমাইল (২৩) নামের তিন যুবক।

শনিবার দুপুর আড়াই টার দিকে পটুয়াখালী ব্রিজ সংলগ্ন এয়ারপোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত শাহিন দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে মৃত কাঞ্চন মৃধার ছেলে। আহত তিন যুবকের বাড়ি নলছিটি উপজেলায়। তাদের তিন জনকেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিমে প্রেরন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন মৃধা তার মটোরসাইকেল নিয়ে দুমকি থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। এ সময় ব্রিজ সংলগ্ন এলাকায় পৌছলে কুয়াকাটা থেকে আসা ওই তিন যুবকবাহী মটোরসাইকেলের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাৎক্ষনিক তাদের উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক শাহিনকে মৃত ঘোষণা করেন।

পটুয়াখালী সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা থানার (ওসি) আখতার মোর্শেদ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত