মানবতার কাজে সম্মাননা পেলেন নারায়ণগঞ্জের রক্তযোদ্ধা সোহেল রানা
সোহেল আহমেদ ভূঁইয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ এর কাশীপুরের হোসাইনী নগরে ব্রাদার্স আইটি জোনের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় নারায়ণগঞ্জের মানবিক রক্তযোদ্ধা মো. সোহেল রানাকে সম্মাননা প্রদান করা হয়। সোহেল রানা মানবিক সকল কাজে সবার আগেই সারা দেন, যিনি ব্যাচ-৯৯ এর একজন সফল রক্তদাতা, যিনি নিজেই কয়েকটা সংগঠনের প্রধান।
ব্রার্দাস আই,টি জোনের পরিচালক মো. সুহেল খাঁন বলেন যে, মানবিক কাজ সবার দ্বারা হয় না। মানবিক কাজ করার সাথে সাথে অন্যদেরকে মানবিক কাজে উৎসাহি করা প্রয়োজন যা কিনা রক্তযোদ্ধা সোহেল রানা করে থাকে।
তিনি সকল শিহ্মার্থীদের সামনে মোঃ সোহেল রানাকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত