বাগেরহাটে কৃষক বাঁচাও, উপকূল বাঁচাও, দেশ বাঁচাও স্লোগানে মানববন্ধন
সোহেল রানা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলা বন্দর কর্তৃক ড্রেজিংয়ের বালুর কবল থেকে চিলা ও বানিয়াশান্তা ইউনিয়নের কৃষিজমি এবং উপকূল এলাকার জনগণের জীবন – জীবিকা রক্ষার দাবিতে শনিবার বেলা ১১ টায় “কৃষক বাঁচাও, উপকূল বাঁচাও, দেশ বাঁচাও ” এই স্লোগানে মোংলার চৌধুরী মোড়ে মানববন্ধন করে এলাকাবাসী।
মানববন্ধনে চিলা কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির অন্যতম নেতা মো. আলম গাজীর সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় সহ- সভাপতি প্রকৌশলী নিমাই গাঙ্গুলি।
এছাড়া মানববন্ধনে আরও বক্তব্য রাখেন কৃষক শ্রমিক সমিতির কেন্দ্রীয় নেতা নিতাই গাইন,এস এ রশিদ, কৃষক সমিতির খুলনা জেলার নেতা এ্যাডঃ রুহুল আমিন, মোংলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. নুর আলম শেখ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, কৃষি জমি নষ্ট করে কৃষকদের জীবন- জীবিকা ধ্বংস করে কথিত উন্নয়ন প্রকল্প মেনে নেওয়া হবে না। এছাড়া বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের জমির মালিকেরা কোন ধরনের ক্ষতিপূরণের বিনিময়ে তাদের কৃষি জমিতে বালু ফেলতে দিতে চায় না। তাই উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা রক্ষায়, কৃষকদের মতামতের ভিত্তিতে উন্নয়ন প্রকল্প গ্রহণ করার জন্য মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত