আদাবরে ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী খুন

| আপডেট :  ০৫ সেপ্টেম্বর ২০২১, ১২:২২  | প্রকাশিত :  ০৫ সেপ্টেম্বর ২০২১, ১২:২২

রাজধানীর আদাবর থানাধীন শেখেরটেক এলাকায় আব্দুল আজিজ (৩০) নামে এক মাছ ব্যবসায়ী খুন হয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শুক্রবার (৩ আগস্ট) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে আজিজের সঙ্গে স্থানীয় এক ব্যক্তির তর্কাতর্কি হয়। এরই এক পর্যায়ে ওই ব্যক্তি আজিজের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত আব্দুল আজিজের বাবার নাম দুলাল মিয়া। আজিজ শেখেরটেক সাত নম্বর সড়কের বাজারে মাছের ব্যবসা করতেন। তিনি স্ত্রী-সন্তানসহ আট নম্বর সড়কের ৯৫ নম্বর চেয়ারম্যান বাড়িতে থাকতেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে।

আদাবর থানার উপ-পরিদর্শক ইকবাল হোসেন ভুঁইয়া জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ খুনিকে গ্রেফতারে অভিযান শুরু করেছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত