দুমকিতে অর্ধগলিত মরদেহ উদ্ধার
জুবায়ের ইসলাম সোহান পটুয়াখালী দুমকি থেকে: দুমকিতে অজ্ঞাত পরিচয়ের মধ্যবয়সী এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ১২ মে) বিকেল ৫টায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদি এলাকার ঝড়ঝড়িয়াতলায় লোহালিয়া নদীর চরে আটকে থাকা অর্ধগলিত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
থানা পুলিশ ঘটনাস্থল পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এব্যাপারে দুমকি থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান অর্ধগলিত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের পরিচয় জানতে সকল থানায় মেসেজ পাঠানো হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত