বৈঠকের মধ্যেই মুফতিয়ে আযম আব্দুস সালাম চাটগামীর ইন্তেকাল

| আপডেট :  ০৮ সেপ্টেম্বর ২০২১, ০৬:১৮  | প্রকাশিত :  ০৮ সেপ্টেম্বর ২০২১, ০৬:১৮

হাটহাজারী মাদরাসার প্যানেল মুহতামীম প্রধান মুফতিয়ে আযম আব্দুস সালাম চাটগামী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাটহাজারী মাদরাসার মুহতামীম নির্বাচনের বৈঠক চলাকালীন বেলা সাড়ে এগারটার দিকে বৈঠকের মধ্যে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ দিকে মুফতিয়ে আযম আব্দুস সালাম চাটগামীর হঠাৎ ইন্তেকালে হাটহাজারী মাদরাসায় ছাত্র-শিক্ষকদের মাঝে শোকের মাতম চলছে।

এর আগে বুধবার সকাল ৯টা থেকে মুহতামীম নির্বাচনে হাটহাজারী মাদরাসার শূরা বৈঠক শুরু হয়। জানা যায়, বৈঠকে তাকে মুহতামীম নির্বাচন করা হয়েছিল।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত