কিউইদের বিপক্ষে শেষ ম্যাচে নেই সাকিব-মুস্তাফিজ, যাচ্ছেন আইপিএলে

| আপডেট :  ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৬:৩৮  | প্রকাশিত :  ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৬:৩৮

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের বাকি অংশ খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার মুস্তাফিজুর রহমান। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে এই দুই ক্রিকেটারকে পাচ্ছে না বাংলাদেশ। তাদের ছাড়াই সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচের জন্য বাংলাদেশ দল সাজাতে হবে টিম ম্যানেজমেন্টকে। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র সমকালকে এ তথ্য নিশ্চিত করেছে।

ওই সূত্র জানায়, আইপিএলের বাকি অংশ খেলতে বিসিবির কাছ থেকে ছুটি পেয়েছেন সাকিব ও মুস্তাফিজ। তারা এরই মধ্যে টিম হোটেল ছেড়ে গেছেন। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে থাকছেন না তারা।

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম চার ম্যাচের তিনটিতে জিতে এরই মধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। ফলে সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে নিছক আনুষ্ঠানিকতায়।

গত ৯ এপ্রিল আইপিএলের চতুর্দশ আসর শুরু হলেও জৈব সুরক্ষা বলয়ে করোনা হানা দিলে ২ মের পর বন্ধ হয়ে যায় টুর্নামেন্ট। বন্ধ হয়ে যাওয়া টুর্নামেন্টের বাকি অংশ শুরু হচ্ছে আগামী ১৯ সেপ্টেম্বর। বাকি অংশের পুরোটাই হবে সংযুক্ত আরব আমিরাতে।

আইপিএলে এবারের আসরে সাকিব আছেন কলকাতা নাইট রাইডার্সে। অন্যদিকে মুস্তাফিজুর রহমান আছেন রাজস্থান রয়্যালসে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত