লাল তালিকা থেকে বাদ দিতে যুক্তরাজ্যকে চাপ দেবে ঢাকা

| আপডেট :  ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৮  | প্রকাশিত :  ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩৮

যুক্তরাজ্যের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক লন্ডনে শুরু হয়েছে। বৈঠকে বাংলাদেশকে ভ্রমণে নিষেধাজ্ঞার লাল তালিকা থেকে বাদ দিতে অনুরোধ করবে ঢাকা। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আর যুক্তরাজ্যের পক্ষে নেতৃত্বে আছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারমানেন্ট আন্ডার সেক্রেটারি ফিলিপ রবার্ট বার্টোন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, যুক্তরাজ্য পর্যটকদের বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার লাল তালিকায় রেখেছে। এ তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়ার বিষয়টি এবারের বৈঠকে আনা হবে। সেই সঙ্গে ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্যিক সম্পর্ক এবং উন্নয়ন অংশীদারত্বের বিষয়টিতেও জোর দেবে বাংলাদেশ। এ ছাড়া বৈঠকে রাজনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক ও উন্নয়ন অংশীদারত্ব, নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি বৈশ্বিক বিষয়াদি নিয়েও আলোচনা হবে।

এর আগে বাংলাদেশকে ভ্রমণসংক্রান্ত লাল তালিকায় রাখা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, যুক্তরাজ্য কোনো কারণ ছাড়া আমাদের দেশ ভ্রমণে রেড অ্যালার্ট দিয়ে রেখেছে। আমাদের চেয়ে বেশি লোক মারা গেছে ভারতে, তাদের কিন্তু রেড অ্যালার্ট দেয়নি।

সূত্র জানায়, দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয় নিয়ে চতুর্থ বৈঠকে মিলিত হবে বাংলাদেশ ও যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব। বৈঠকটি প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হয়ে থাকে। এর আগে ২০১৯ সালের এপ্রিল মাসে ঢাকায় তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বৈঠক শেষে আগামী ১২ তারিখে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের ঢাকা ফেরার কথা রয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত