বাগেরহাটে সুন্দরবনের কর্মকর্তাদের আইন বিষয়ক কর্মশালা
সোহেল রানা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিংড়ি গবেষণা কেন্দ্র মিলনায়তনে সুন্দরবন পূর্ব বন বিভাগের বন কর্মকর্তাদের আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে দিন ব্যাপি এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে এই কর্মশালার উদ্বোধন করেন, পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, এমপি।
খুলনা বিভাগীয় বন সংরক্ষক মিহির কুমার দো‘র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মাদ বেলায়েত হোসেন, সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন, বাগেরহাট সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান, সুন্দরবন পূর্ব বন বিভাগের সহকারি বন সংরক্ষক মোঃ জয়নাল আবেদীন প্রমুখ।
প্রশিক্ষন কর্মশালায় সুন্দরবন পূর্ব বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহন করেন।আইন বিষয়ে অবিজ্ঞ প্রশিক্ষকরা বন আইনের বিভিন্ন দিক তুলে ধরেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত