বাগেরহাটে বন্ধ থাকা করাত কল চালুর দাবিতে মানববন্ধন

| আপডেট :  ১২ সেপ্টেম্বর ২০২১, ০৪:৫৩  | প্রকাশিত :  ১২ সেপ্টেম্বর ২০২১, ০৪:৫৩

সোহেল রানা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলা উপজেলা করাতকল মালিক ও শ্রমিক সমিতির আয়োজনে, বিদ্যমান করাতকল আইন সংশোধন ও নুন্যতম পাঁচ কিলোমিটার দূরত্ব সীমানা নির্ধারণ করে বন্ধ করাতকল চালুর দাবীতে রবিবার বেলা ১১ টায় শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেছেন।

শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন এ সময় উপস্থিত ছিলেন।

উপজেলা করাতকল মালিক সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা আবুল হোসেন নান্টু জানান, দীর্ঘদিন ধরে চলমান করাতকলগুলো হঠাৎ বন্ধ করে দেয়ায় এলাকার ঘরবাড়ি তৈরী, নৌযান তৈরী ও মোরামত ও জ্বালানী চাহিদা পূরণসহ বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে।

এছাড়া করাত কলে কর্মরত শ্রমিকরা কাজ হারিয়ে বেকার হবার কারনে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপণ করছে। করাত কল মালিক আলহাজ্জ এম সাইফুল ইসলাম খোকন বলেন, দীর্ঘদিন করাতকলগুলো বন্ধ থাকার কারনে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি।

তাই মালিক ও শ্রমিকদের কথা বিবেচনা করে বিদ্যমান করাত কল আইন সংশোধন করে পাঁচ কিলোমিটার সীমানা নির্ধারণ করে পুনরায় চালু করার ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

খোঁজ নিয়ে জানা গেছে, সুন্দরবন থেকে ১০ কিলোমিটারের মধ্যে করাত কল স্থাপনের বিধান না থাকলেও সুন্দরবনের শরণখোলা রেঞ্জ সংলগ্ন ১০ কিলোমিটারের মধ্যে দীর্ঘদিন ধরে প্রায় ৪২টি করাতকল চালু রয়েছে।

বনবিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান চালিয়ে তা বন্ধ করে দেয় এবং তা প্রায় একমাস ধরে বন্ধ রয়েছে। একারনে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক ও তার পরিবার মানবেতর জীবন যাপণ করছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মোঃ সামছুল আরেফিন বলেন, সংরক্ষিত বনাঞ্চলের দশ কিলোমিটারের মধ্যে করাত কল বা কোনো প্রকার মিল, কলকারখানা স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। তাই বন ও করাতকল আইনের বিধি ভঙ্গ করে দীর্ঘদিন ধরে সুন্দরবন সংলগ্ন এলাকার মধ্যে অবৈধভাবে গড়ে ওঠা করাতকলগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাতুনে জান্নাত বলেন, সরকারী বিধি অনুযায়ী সুন্দরবন থেকে ১০ কিলোমিটারের মধ্যে কোন করাত কল স্থাপন করা যাবেনা। তবে যাদের করাতকল স্থাপনের অনুমতি রয়েছে তারা ১০ কিলোমিটারের বাইরে চালু করতে পারবেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত