বঙ্গোপসাগরে জেলে ট্রলার ডুবি, ১৫ জন উদ্ধার
ইমরান হোসেন,পটুয়াখালী থেকে: বঙ্গোপসাগরে ইলিশ ধরতে গিয়ে ঢেউয়ের তোপে একটি জেলে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কুয়াকাটা সংলগ্ন ১ কিলোমিটার গভীরে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
ট্রলারে থাকা আলী হোসেন মাঝি বলেন, গত শুক্রবার মাছ ধরতে ১৫ জন জেলে নিয়ে আলীপুর মৎস্য বন্দর থেকে সমুদ্রের উদ্দেশ্য বেড়িয়ে পরে, গতরাতে হঠাৎ সমুদ্র উত্তাল হলে গভীর সমুদ্রে না গিয়ে বন্দরের দিকে ফিরে আসতে কুয়াকাটা সংলগ্ন এসে তাঁরা ঢেউয়ের তোপে ট্রলার উল্লে যায়।
সী বিচ ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক লিটন জানান, হঠাৎ দেখলাম একটি ট্রলার উল্লে গেছে লোকগুলো তার উপরে দাড়িয়ে আছে সাথে সাথে আমার ৩টি ওয়াটার বাইক নিয়ে ৫ জন ট্যুর গাইডকে পাঠিয়ে দিয়েছি। তাদেরকে নিরাপদে নিয়ে আসা হয়েছে। এই উত্তাল ঢেউয়ের মাঝে প্রায় ১ ঘন্টা চেষ্টার পরে ১৫ জন জেলেকে আনতে পারছি।
কুয়াকাটার ট্যুরিজম ব্যবসায়ী কেএম বাচ্চু বলেন, আমি বন্ধুদের নিয়ে সমুদ্রে গিয়েছিলাম। এ সময় সাগর উত্তাল থাকায় ঢেউয়ে মাছধরার ট্রলারটি উল্টে যায়। কুয়াকাটায় ভ্রমণ পিপাসু পর্যটকদের ভ্রমণের জন্য সৈকতে থাকা দু’টি ওয়াটার বাইক দিয়ে ডুবে যাওয়া ট্রলারের জেলেদের উদ্ধার করে মাছধরা ট্রলারে উঠিয়ে দেয় স্থানীয়রা।
দূর্ঘটনার পরে ট্রলারটিকে জোয়ারে কুয়াকাটা সানসেট ব্লক পয়েন্ট একালায় নিয়ে আসে। এখবর শুনে ট্রলার দেখতে উৎসুক জনতা ভীর জমায়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত