ইউপি নির্বাচনের সদস্য প্রার্থীদের সঙ্গে চিতলমারী থানা পুলিশের মতবিনিময় সভা

| আপডেট :  ১২ সেপ্টেম্বর ২০২১, ১০:০৩  | প্রকাশিত :  ১২ সেপ্টেম্বর ২০২১, ১০:০৩

সাগর মন্ডল, বাগেরহাট প্রতিনিধি: `আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে চিতলমারী থানা পুলিশ সার্বিক সহযোগিতা করবে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে’।

আজ রবিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় বাগেরহাটের চিতলমারী থানার সভাকক্ষে পরিদর্শক (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান ২০ সেপ্টেম্বরের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সদস্য প্রার্থীদের ফুল দিয়ে সংবর্ধনা জানান।

সভায় সন্তোষপুর, চিতলমারী সদর, চরবানিয়ারী, শিবপুর ও হিজলা ইউনিয়নের ৫১ জন সংরক্ষিত নারী ও ১৪০ জন সদস্য প্রার্থী উপস্থিত ছিলেন।

সভায় থানার পরিদর্শক (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান প্রার্থীদের বলেন, আমারা চাকুরীর সুবাদে আপনাদের এলাকায় এসেছি। আবার চলেও যাব। আপনারাই এই এলাকায় বাস করবেন। তাই আগামী ২০ তারিখের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বজায় রাখতে হবে। জনগন ভোট দিবে। আপনারা নির্বাচিত হবেন। সহিংসতা ছড়ালে নির্বাচন বন্ধ হতে পারে। ভোট প্রয়োগে কোন প্রকার বাধা সৃষ্টি করা যাবে না।

এ সময় সদস্য প্রার্থী কৃষ্ণপদ গাইন, সোহাগ শেখ ও লতা কাজী পুলিশের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন, আমরাও চাই অবাধ সুষ্ঠু নির্বাচন। পেশী শক্তির দিন এখন শেষ। তাই জোর করে জয়ী হওয়া যাবে না।

মতবিনিময় সভায় এ সময় পরিদর্শক (তদন্ত) মো. ইকরাম হোসেন, এস আই অমিত কুমার মন্ডলসহ থানার অফিসারগন ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে সকলের মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) এডিআইও কে এম বদরুল আলম।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত