মাথায় গুলি লেগে র‌্যাব সদস্যের মৃত্যু

| আপডেট :  ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩৮  | প্রকাশিত :  ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩৮

রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদরদপ্তরে মাথায় গুলি লেগে শুভ মল্ল (২৬) নামে এক র‌্যাব সদস্যের মৃত্যু হয়েছে। তিনি পুলিশ কনস্টেবল প্রেষণে র‍্যাবে কর্মরত ছিলেন। সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশেষ বাহিনীটির সদরদপ্তরে এ ঘটনা ঘটে। তার গ্রামের বাড়ি চট্টগ্রামে। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করে

মৃত শুভ মল্ল চট্রগ্রাম জেলার জোরারগঞ্জ উপজেলার জয়পুর পূর্ব জোয়ার গ্রামের কাল্লু মল্লের ছেলে। বর্তমানে তিনি মিরপুর ১৪ নম্বর সেকশনে থাকতেন।

র‍্যাব জানায়, কীভাবে ঘটনাটি ঘটছে তা তদন্ত করা হচ্ছে। এটি দুর্ঘটনা না আত্মহত্যা এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। বিকেল ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় শুভ মল্লকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উত্তরা ডিভিশনের ডিসি মো. সাইফুল ইসলাম জানান, র‍্যাব থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ কর্মকর্তারা বর্তমানে ঢাকা মেডিকেলে অবস্থান করছেন।

ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ অবস্থায় শুভকে র‍্যাব সদস্যরা ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত