যশোরে শেখ রেহেনার জন্মদিনে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহ, যশোর থেকে: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহেনার জম্মবার্ষিকীতে যশোরে বিশেষ প্রার্থনা হয়েছে। শেখ ফজলুল হক মণি – আরজু মণি অক্সিজেন ব্যাংক, যশোরের আয়োজনে সোমবার দুপুরে যশোরের দশমহাবিদ্যা ইসকন মন্দিরে বিশেষ প্রার্থনায় শেখ রেহানার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ অপার গোবিন্দ দাস ব্রহ্মচারী, শ্রী গৌর গোপাল সেবক দাস ব্রহ্মচারী, শ্রী ত্রিভঙ্গ শ্যাম দাস ব্রহ্মচারী, শ্রী নিলয় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ দাস দেবু, নিয়াজ মাহমুদ শাহিন, তিব্বত, সজীব, রাজা,পলক,প্রভাত, নয়ন, কল্লোল, শুভাশিস, কৌশিক, লিখনসহ অন্যরা।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেবাশীষ রায়ের তত্ত্বাবধানে শেখ ফজলুল হক মণি-আারজু মণি অক্সিজেন ব্যাংক যশোরে করোনা সংক্রমণের শুরু থেকেই বিভিন্ন মানবিক কর্মসূচি পালন করে আসছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত