কচুয়ায় সরে দাঁড়লেন সতন্ত্র প্রার্থী, মাঠে এখন নৌকার

| আপডেট :  ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪৬  | প্রকাশিত :  ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪৬

সোহেল রানা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের জেলার কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাওলানা মঞ্জুরুল করিম তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন। আজ (১৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কচুয়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে তিনি এ ঘোষণা দেন।

এ সময় তিনি লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা রেখে এবং দক্ষিণ বঙ্গের উন্নয়নের রুপকার শেখ হেলাল উদ্দিন ও মাননীয় এম পি জনাব শেখ তন্ময়ের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করলাম। তিনি তার কর্মি-সমার্থকদের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ্যাডঃ পঙ্কজ কান্তি অধিকারী পক্ষে কাজ করার অনুরোধ করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কোন বিনিময়ে বা ভয়-ভিতির কারনে প্রার্থীতা প্রত্যাহার করি নি। শুধুমাত্র দলের সিদ্ধান্ত মেনে নিয়েছি। আমি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলাম, আওয়ামী লীগের একজন সমর্থক হয়ে থাকতে চাই।

এসময় উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, কচুয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত