দুমকিতে নবনির্বাচিত চেয়ারম্যানকে মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক সংবর্ধনা
জুবায়ের ইসলাম, দুমকি, পটুয়াখালী প্রতিনিধি: দুমকি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক আয়োজিত আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ( ১৪ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হল রুমে বীর মুক্তিযোদ্ধা গোলাম রাজ্জাক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ হালিম। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম খান, আব্দুল আজিজ সরদার, আব্দুল লতিফ মিয়া, জালাল আহমেদ সিকদার, আব্দুল মজিদ খান, কাজী আব্দুল মোতালেব ও সন্তান কমান্ড কমিটির সভাপতি আনিচুর রহমান মিন্টু প্রমূখ। এসময় উপজেলার অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে ৩ বার নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত