ঈদের দিন যেসব খাবার দেয়া হয়েছে মামুনুল হকসহ কারাবন্দিদের
কারাবন্দিরাই জানেন চার দেওয়ালে বন্দি থাককার কী কষ্ট। সদ্য বিলুপ্ত হওয়া হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের এবারের ঈদ কাশিমপুর কারাগারে কাটছে। ঈদের দিন সকালে কারাগারে নামাজ আদায় করেন তিনি।
জানা গেছে, ঈদের দিন সকালে অন্যান্য কারাবন্দিদের মতো মুড়ি আর পায়েস খেতে দেয়া হয় তাকে। এছাড়া দুপুরের মেন্যুতে ছিল সাদা ভাত, ডাল, রুই মাছ আর আলুর দম। রাতে বিশেষ আয়োজনে দেয়া হবে পোলাও, গরুর মাংস, ডিম, মিষ্টান্ন এবং পান-সুপারি।
আগে ঈদে কারাবন্দিরা পরিবারের সদস্যদের আনা খাবার খেতে পারতেন। কিন্তু চলমান করোনার পরিস্থিতির জন্য বন্দিদের সাক্ষাৎ বন্ধ থাকায় তারা খাবার আনতে পারছেন না। দেখা করার সুযোগ না থাকলেও প্রিয়জনদের সঙ্গে মুঠোফোনে কথা বলার সুযোগ পাচ্ছেন কারাবন্দিরা। তবে মামুনুল হক কারো সঙ্গে কথা বলেছেন কিনা তা এখনো জানা যায়নি।
উল্লেখ্য, মামুনুল হক ও রফিকুল ইসলাম মাদানীসহ ১৪ হেফাজত ইসলামের নেতা কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। মঙ্গলবার (১১ মে) রাতে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাদের এ কারাগারে স্থানান্তর করা হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত