কোটালীপাড়ায় ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
বাদল সাহা, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় শিক্ষার্থীদের অংশগ্রহনে তিনটি স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। এফওয়াইটিপি, কারিতাস, বরিশাল অঞ্চল এ মেলার আয়োজন করে। আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নারিকেলবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।
এ সময় কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রভা. ফাদার লাজারুস গোমেজে, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিস্টার মেরী দেবারতি উপস্থিত ছিলেন।
বিজ্ঞানমেলায় উপজেলার নারিকেলবাড়ী উচ্চ বিদ্যালয়, পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও লখন্ডা তুলসীবাড়ী আদর্শ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা তাদের নিজস্ব মেধায় আবিস্কৃত বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্র ও প্রযুক্তি প্রদর্শন করেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত