সরকারি প্রাথমিক বিদ্যালয় দখল করে বসবাস
ইমরান হোসেন,পটুয়াখালী থেকে: করোনাকালে স্কুলটি বন্ধ থাকার সুযোগে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দখলের ঘটনা ঘটেছে। দখলকৃত সেই শ্রেনী কক্ষে সপরিবারে বসবাস করছেন স্থানীয় বাসিন্দা। স্কুল শুরুর পর তিনি দখল ছাড়ছেন না। তাতে করে পাঠদানে সমস্যা হচ্ছে। ঘটনাটি পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের ৭১ নং নন্দীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। শ্রেণিকক্ষ দখল করে সপরিবারে বসবাস করছেন স্থানীয় বাসিন্দা মোশারেফ হোসেন।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম বলেন, স্কুলের রুমে এভাবে থাকতে দেওয়া বিধিসম্মত নয়। এ বিষয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং শিগগির বিদ্যালয়ের রুমটি দখলমুক্ত করা হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ দখল করে পরিবার নিয়ে বসবাস করছেন মোশারেফ হোসেন। কিছু বেঞ্চ একত্রিত করে বানিয়েছেন দু’টি চৌকি। সেখানে তিনি ও তার স্ত্রী থাকছেন।
কিছু বেঞ্চ একত্রিত করে রেখেছেন গৃহস্থালীর মালামাল। রান্নার জন্যে বারান্দার এক কোনে চুলা বসানো হয়েছে। তার স্ত্রী রান্নার প্রস্তুতি নিচ্ছেন। সংবাদকমীদের দেখে তিনি দ্রুতে শ্রেনী কক্ষে চলে যান।
বিদ্যালয়ের কর্মরত ৪ জন শিক্ষকের মধ্যে সহকারী শিক্ষকরা উপস্থিত থাকলেও প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামকে স্কুলে পাওয়া যায়নি। স্কুলে শিক্ষাথীদের উপস্থিতি তেমন একটা চোখে পড়েনি।
সহকারী শিক্ষক জি এম হিলারী বলেন, প্রধান শিক্ষক ওই ব্যক্তিকে এখানে কয়েক মাস আগে থাকতে দিয়েছেন। আরেক শিক্ষক হাবিবুল্লাহ বলেন, সম্প্রতি আংশিক স্কুল খোলা হয়েছে। উপস্থিতি তেমন একটা হচ্ছে না। পুরোপুরি খুললে এখানে ক্লাস বসাতে হবে।
মুঠোফোনে প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামকে বলেন, করোনাকালে বিদ্যালয় বন্ধ থাকায় ইউপি চেয়ারম্যানের অনুরোধে তাকে এখানে থাকতে দেওয়া হয়েছে। স্কুল পুরোভাবে খলিলেই তাকে শ্রেনী কক্ষ ছাড়তে বলা হবে।
রুমের দখলদার মোশারেফ হোসেন জানান, তার দাদা বিদ্যালয়ের জমিদাতা। কিন্তু তার নিজস্ব কোনো জমি না থাকায় ইউপি চেয়ারম্যানের কাছে একটি ঘর চেয়েছিলেন। তিনি ঘর দিতে না পেরে এখানে থাকতে দিয়েছেন।
মাদারবুনিয়া ইউপি চেয়ারম্যান মিলন মাঝি বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। একটি পক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রিজিয়া বেগম জানান, দু’একদিনের মধ্যেই ওই ব্যক্তিকে রুম থেকে বের করে শ্রেনী কক্ষ দখলমুক্ত করা হবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত